বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ১২:০০

সড়কের গর্ত, বড় হচ্ছে ক্ষত!

কামরুজ্জামান টুটুল
সড়কের গর্ত, বড় হচ্ছে ক্ষত!
হাজীগঞ্জ সেতুর উত্তর পাশে গর্তের সৃষ্টি হয়ে আছে বেশ কদিন ধরে । ছবি : কামরুজ্জামান টুটুল

ছোট গর্ত, মেরামত বা সংস্কার না করার কারনে দিন দিন বড় হচ্ছে। গত ৪-৫ আগের ছেয়ে ২ হাত বড় হয়েছে গর্তটি। স্থানীয়রা বলছেন সংশ্লিষ্টরা এখনই গর্তটি সংস্কার না করলে কয়েদিনের মধ্যে তা নীচে নেমে যাবে।  সরজমিনে দেখা যায়, হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ বাজার অংশের হাজীগঞ্জ সেতুর উত্তর মাথা তথা ওভারব্রীজে দক্ষিণ পাশের আর সড়কের পশ্চিম পাশে এরকম (ছবি দেয়া) গর্ত হয়ে নীচ থেকে বালি সরে গেছে। ভারী বর্ষণ হলে তা হয়তো সড়কসহ নীচে নেমে যাবে।

সিএনজি চালিক স্কুটার চালক তাহের (৩৫) জানান, মানুষের শরীরের  যে কোনো ধরনের ক্ষত সারাতে যেমনি ওষুধের প্রয়োজন ঠিক তেমনি সড়কের ক্ষত সারাতে হলে মেরামত বা সংস্কারের বিকল্প কিছু নেই এমনটাই বাস্তবতা।  ওষুধ না খেলে যেমনি ক্ষত বড় হতেই থাকবে তেমনি সড়কের সংস্কার না করলে সেই ক্ষত বেড়েই যাবে।

আরেক চালক মিন্টু জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে ২-৪টি ট্রিপ নিয়ে যাত্রী পরিবহন করছি। প্রথম দিকে গর্তটি চোখে পড়নি। এখন স্থানীয় গাছের ডাল ভেঙ্গে তা দিয়ে চিহ্ন দিয়ে রাখে। এখনই মেরামত না করলে কয়েকদিনের মধ্যে বড় গর্তের সৃষ্টি হবেই।

স্থানীয়রা বলছেন সংশ্লিষ্টরা ঠিক এই মুহুর্তে গর্তটি মোরামত না করলে একটা সময় তা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এ বিষয়ে হাজীগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান জানান, বিষয়টি আমি জানতাম না তবে এখনই আমি দেখছি।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়