প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৮
কচুয়ায় সাহারপাড় দীঘির পর্যটন কেন্দ্র করার লক্ষে রাজস্ব ভূমির পরিমাপ সম্পন্ন
কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী সাহারপাড় দিঘীর পর্যটন কেন্দ্র করার লক্ষে ভূমির পরিমাপ সম্পন্ন হয়েছে। ১৪ সেপ্টেম্বর এ পরিমাপ শেষে উপজেলা সহকারি ভূমি অফিসের সার্ভেয়ার তানিয়া বলেন- গত ৫ দিন ধরে আজ শেষ দিন ডিজিটাল পরিমাপের মাধ্যমে আমরা এ পরিমাপের কাজ আজ শেষ করেছি। পরিমাপে আমরা ৯ একর ০৯ শতক রাজস্ব ভূমি সীমানা নির্ধারন করেছি দিয়েছি। তবে বিএস রেকর্ডে সম্পত্তির পরিমান ১৪ একর ৮৭ শতক ও যা নকশা পরিমাপে সম্পত্তির পরিমাণ ১৫ একর ১৯ শতক রয়েছে। তানিয়া আরও জানান, এ ভূমিতে পর্যটন কেন্দ্র করা হলে এই এলাকার অনেক যুবকদের কর্মসংস্থান গড়ে উঠবে।
এদিকে স্থানীয় মহিব উল্যাহ নামে এক ব্যক্তি জানান, সরকারের ১৪ একর ৮৭ শতক ভূমির মধ্যে ১৯৬০ সালে আমার পিতা সরকার থেকে নিলাম সূত্রে ৫ একর ৭৮ শতক সম্পত্তি ক্রয় করে। যা এই পরিমাপের মধ্যে সীমানা নির্ধারন করে দেয়া হয়েছে, সরকার পর্যটন কেন্দ্রের প্রয়োজনে এ জমি চাইলে আমি তা জন সার্থে দিয়ে দিব।