রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩১

পুরাণবাজার রঘুনাথপুরে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার!

পুরাণবাজার রঘুনাথপুরে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার!
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার একটি খাল থেকে দুলাল হাওলাদার (৫৫) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ২ নং ওয়ার্ড রঘুনাথপুর ইয়াকুব বেপারী বাড়ির খালপাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

দুলাল হাওলাদার ভোলার চরফ্যাশন উপজেলার মৃত আবদুর রশিদ হাওলাদারের ছেলে। স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা যায় ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিকশা চালিয়ে কোনো রকম সংসার চালান দুলাল। প্রতিদিনের মতো বুধবার রাতে রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রঘুনাথপুর - বালিয়া রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ খালে পড়ে থাকতে দেখে গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশে খবর দেয়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরে নিহতের স্ত্রী তার স্বামীর মৃতদেহ সনাক্ত করে এবং পরিচয় পাওয়া গেছে।

খবর পেয়ে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা রিকশা চালক দুলালকে মেরে মরদেহ খালে ফেলে তার ব্যাটারি চালিত রিকশাটি নিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহত দুলালের মাথার পিছনে ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। আঘাতের চিহ্ন দেখে ধারণা হচ্ছে রিকশা ছিনতাই করতে এ হত্যাকাণ্ড হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়