প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৮
চাঁদপুরে নরমাল ডেলিভারিতে এক নারীর একসঙ্গে ৪ সন্তান প্রসব!
চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নিপা সরকার (২৫) নামের এক গৃহবধূ। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রসবব্যথা নিয়ে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতাল অ্যান্ড সেন্টারে ভর্তির পর অস্ত্রোপচার ছাড়াই (নরমাল ডেলিভারি) সন্তানদের জন্ম দেন তিনি।
|আরো খবর
হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, মাত্র ২৯ সপ্তাহ ভূমিষ্ঠ হওয়া শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে। তাদের ইনকোবিটায় রাখা হয়েছে।
হাসপাতালের নার্স নমিতা সরকার বলেন, সিজারের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরে নরমাল ডেলিভারি হয়। চার সন্তানের মধ্যে এক ছেলে ও তিন মেয়ে।
চার শিশুর বাবা লিটন সরকার কুমিল্লার একজন ব্যবসায়ী।
নিপা সরকারের স্বজন মুক্তা রাণী বলেন, ছয় বছর আগে পারিবারিকভাবে লিটন-নিপা দম্পতির বিয়ে হয়। কয়েক মাস ধরে শহরের ঘোষপাড়ায় নিপা তার বাবার বাড়িতে অবস্থান করছিল।
চিকিৎসক মিঠুন চক্রবর্ত্তী জানান, সাত মাসের গর্ভবতী ছিল নিপা। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। নরমাল ডেলিভারিতে চার সন্তান জন্ম নেয়। এখন শিশুদের অবস্থা আশংকাজনক। হাসপাতালে পক্ষ থেকে তাদের চিকিৎসা সেবায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।