প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ২০:০৫
কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে শোক দিবস পালন
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়। ১৫ আগস্ট দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে ২১ বার ঘন্ট ধ্বনি দেয়া, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আঃ রহিম, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, খোকন চন্দ্র দাস আশুতোষ রায়, খোরশেদ আলম, হুমায়ন কবির প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।