প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ২২:১৫
জাতীয় শোক দিবসে বালিথুবায় দোয়া মিলাদ ও খাবার বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
|আরো খবর
১৬আগষ্ট সোমবার বাদ আচর ইউনিয়নের মদনের গাঁও আব্দুল হাকিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফরিদগঞ্জের মাননীয় এমপি মহোদয়ের ১নং ইউনিয়নের প্রতিনিধি ও চেয়ারম্যান প্রার্থী বাহাউদ্দিন বাহার খান। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন এমপির প্রতিনিধি কামরুল হাসান বাবলু, আব্দুল হাকিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ১নং বালিথুবা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন সেক্রেটারি দেলোয়ার হোসেন বকাউল, উপজেলা যুবলীগের সদস্য মোঃ সুমন পাটোয়ারী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা বিল্লাল হোসেন ও মাওলানা শিব্বির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা, জসিম উদ্দিন পাটোয়ারী, দেলোয়ার গাজী, রোশন মিজি, বিল্লাল খান। যুবলীগ নেতা, শফীক কাজী, আলাউদ্দিন কাজী, কাদের শেখ, মোস্তফা, মিজান বেপারী, আমির হোসেন বেপারী, করিম পাটোয়ারী, দিদার হোসেন, নুরু হাজী, বোরহান উদ্দিন, নাসির কাজী। ছাত্রলীগ নেতা, রহিম তপদার, নাহিদ, মামুন, আল আমিন, মিরাজ, রাসেল মোল্লা, শাহপরান। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু ভক্ত শিশু ওমর ফারুক খান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চান্দ্রা কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক। মিলাদ শেষে অসহায় ও অন্যান্যদের মধ্যে খাবার বিতরণ করা হয়।