প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ২১:৫৬
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মতলব প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি
আজ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতলব প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করেছে । সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ।
|আরো খবর
সকাল সাড়ে ৯ টায় মতলব প্রেসক্লাব কার্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও আমাদের নতুন প্রজন্ম বিষয়ক আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মতলব কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ওসি (তদন্ত) মফিজুল ইসলাম, মতলব কচি -কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়াজী, ছাত্রলীগ নেতা যুদিষ্টিধর, মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।