প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১১:৫২
আজ লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের বছরপূর্তি
রক্তদানে বাঁচবে প্রাণ-করবো মোরা রক্তদান। এই শ্লোগানকে সামনে রেখে ১৬ আগস্ট ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ সেচ্ছাসেবী সংগঠনটি রক্তদানে নিবেদিত। তারা সচ্ছতার সহিত মানব সেবায় নিয়োজিত রয়েছেন বলে ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের টেকনোলজিস্ট মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন।
|আরো খবর
চাঁদপুর জেলা সহ অন্যান্য জেলায়ও সিজার, থ্যালাসেমিয়া, রক্ত শূন্যতা, অপারেশন, এবং এক্সিডেন্ট সহ বিভিন্ন রোগীদেরকে ৬'শ ব্যাগ রক্ত দিয়েছেন। এছাড়া অসহায় রোগীদেরকে চিকিৎসা বাবদ নগদ অর্থও দিয়েছেন এ সংগঠনের সদস্যরা। সংগঠনটি গত এক বছরে রক্তদানের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ১০টি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং সমাপ্ত করেছে। রক্তদাতাদেরকে রক্তদানে উৎসাহ দেওয়ার জন্য তারা ২০০ টি- শাট বিনামূল্যে বিতরণ করেছেন।
এ বছর সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একি সময়ে ৫ জন সদস্যের একত্রে রক্তদান, ৫ খতম কোরআন তেলওয়াত, বাদ আসর হাইমচর উপজেলার প্রাণ কেন্দ্র আলগী বাজার কেন্দীয় জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনির হোসেন জানিয়েছেন। এছাড়া তিনি সংগঠনের সাফল্য কামনায় সকলের দোয়া চেয়েছেন।