প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১১:৪৭
ছাত্র হিযবুল্লাহ'র ফ্রি অক্সিজেন সেবা
ছারছীনা শরীফ থেকে পরিচালিত দেশের বৃহত্তর অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ। এ সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ায় ফ্রি অক্সিজেন সেবা শুরু করেছেন। এর আগে ওই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন সংকটে ১০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এছাড়া ছাত্র হিযবুল্লাহ'র ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ ১৪ আগস্ট শনিবার দিনব্যাপী অর্ধ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন।
|আরো খবর
ছাত্র হিযবুল্লাহ'র ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নোমান ছালেহী জানান, চাঁদপুরে মহামারি করোনা তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে শত শত মানুষের নাম যোগ হচ্ছে। এদের মধ্যে অধিকাংশ মানুষই অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ হয়েছে। তাই বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার পক্ষ হতে ফরিদগঞ্জ উপজেলাবাসীর জন্য ২৪ ঘণ্টা ফ্রি অক্সিজেন সেবা শুরু করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ ও অক্সিজেন সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আলহাজ্ব মাওঃ মোঃ মমিনুল ইসলাম খাঁন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল হাসান মোঃ ছাইফুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ মুহাম্মদ মহসিন খান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাবেক সিনিয়র সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন, বর্তমান সভাপতি মাওঃ হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ ইমাম হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ নোমান ছালেহী, যুগ্ন সম্পাদক মোহাম্মদুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহাদাত খানসহ সংগঠনের কর্মী এবং সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা নিতে নিচের নম্বরসমূহে যোগাযোগ করতে বলা হয়েছে।
০১৮৪৯৯০৩৬৯৯ শাহাদাত খাঁন, ০১৭৬৬৮৪৮৫৫৫ হেলাল উদ্দিন, ০১৮৭১৬২৭১৭৯ নোমান ছালেহী,
০১৭৭২২৭২২৩৩ ইমাম হোসাইন।