প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ২২:৩২
জাতীয় শোক দিবসে
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে সৌজন্যে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলে দুপুর ২টা পর্যন্ত। চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে বিনামূল্যে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। এদিন এ কার্যক্রমে ৪শ' ৬৮ জনকে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
|আরো খবর
কার্যক্রমের উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা বিনতে খায়ের, প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম, আইটি কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, গণসংযোগ কর্মকর্তা নাসিমা আক্তার, নার্স জেসমিন আক্তার, অফিস সহায়ক হালিমা আক্তার, ওয়ার্ড এটেনডেন্ট শিশির মিয়াজী প্রমুখ।