শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২১

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে ডায়াবেটিক সচেতনতা দিবস পালন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে ডায়াবেটিক সচেতনতা দিবস পালন

'ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়' এই স্লোগানে পালিত হলো ডায়াবেটিক সচেতনতা দিবস। ২৮ ফেব্রুয়ারি বুধবার রাজরাজেশ্বর ইউনিয়নের হাজী আব্দুল হাসেদ প্রধানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, রক্তের গ্রুপ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদিন সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, বিশেষ অতিথি ইউপি সদস্য আলী আহমেদ বকাউল। হাজী হাছেদ প্রধানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আবু হানিফ প্রধানীয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোটাঃ সাইফুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আইটি কর্মকর্তা রোটাঃ উজ্জ্বল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে হাজী হযরত আলী চেয়ারম্যান বলেন, এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার সুবিধার্থে চাঁদপুরের স্বনামধন্য চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে আজকে এই অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য বিনামূল্যে কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আশা করি এ ধরনের কার্যক্রম মানুষের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করবে। আমি আজকে অনুষ্ঠান আয়োজনের জন্য হাসপাতালের কর্তৃপক্ষ ও এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু হানিফ প্রধানিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দিনব্যাপী কার্যক্রমে বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও দুই শতাধিক এলাকাবাসীকে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ ইশরাত জাহান, ডাঃ মোঃ নাজমুল ইসলাম, রক্তের গ্রুপ নির্ণয় করেন হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আবির মজুমদার। ডায়াবেটিস পরীক্ষা করেন হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার। দিনব্যাপী কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বী সাবেক ইউপি সদস্য আবু বকর বকাউল, হাসপাতালে গণসংযোগ কর্মকর্তা নাছিমা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক রুবেল হোসেন, হাসপাতালের প্রধান সহকারী জসীম উদ্দীন, সুমন বেপারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়