প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ২১:২০
মতলব উত্তরে ভূমিহীন পুনর্বাসিত ৩১ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন ইউএনও
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তিনটি স্পটে পুনর্বাসিত ৩১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার প্রধান মন্ত্রীর উপহার ৩১ ভূমিহীনকে ঘর দেয়া সেই ঘরে বসবাসকারি ৩১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আক্তার শাপলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন আরঙ্গজেব,ইউএনর সিএ আমিনূল ইসলামসহ অন্যাণ্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন,জাতীয় শোক দিবসের শোক কে শক্তি তে রূপান্তর করে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সকলে যার যার অবস্থান থেকে কাজ করে যাবো সেই আশাবাদ ব্যাক্ত করছি।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান সরেজমিনে প্রধান মন্ত্রীর উপহার ভূমিহীনকে ঘর দেয়া সেই ঘরে বসবাসকারি পালালদ্দি ১৫টি, সাদুল্লাপুরের ১১টি ও কৃষ্ণপুরার ৫টি পরিবারের খোঁজখবর নেন ও তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।তাদের কে দেওয়া হয় চাল ১০ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, পিয়াজ ১ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজিসহ খাদ্য সামগ্রী ।