প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৯:০৬
শোক দিবসে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের র্যালি ও মিলাদ
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকর্যালী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোক র্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষেফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে । পরে সেখানেই সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাকেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক কামাল মিজি, যুগ্মসম্পাদক জসিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, আওয়ামীগ নেতা মাহবুব মোর্শেদ, আহসান উল্যা দেওয়ান, রসু মিয়া, বিল্লাল হোসেন , কামাল পাঠান প্রমুখ।
|আরো খবর
এদিকে বিকালে বাদ আছর ফরিদগঞ্জ তুলাতলি জামে মসজিদে শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হকের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।