প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১৭:৪৩
হাজীগঞ্জ পৌরসভার ১শ’ ১৫ কোটি টাকার বাজেট ঘোষণা
হাজীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। এতে মোট রাজস্ব ও উন্নয়ন বাজেট ধরা হয়েছে ১শ’ ১৫ কোটি ৪ লক্ষ ১ হাজার ৫শ টাকা। ব্যায় ধরা হয়েছে ১শ ১০ কোটি ২৯ লক্ষ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ৭৪ লক্ষ ৬১ হাজার ৫শ’ টাকা। ৫ জুলাই (বুধবার) বিকেলে পৌর ভবন হলরুমে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।
|আরো খবর
পৌর বাজার পরিদর্শক খাঁজা সফিউল বাসার রুজমন এর সঞ্চালনে বাজেট ঘোষনায় মোট রাজস্ব বাজেট ধরা হয়েছে ২৮ কোটি ৭১ লাখ ২১ হাজার ২৫০ টাকা, ব্যায় ধরা হয়েছে ২৭ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকা, উদ্বুত্ত ধরা হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৫৬ হাজার ২৫০ টাকা। মোট উন্নয়ন বাজেট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৩২ লাখ ৮০ হাজার ২৫০ টাকা, উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৮২ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা, উন্নয়ন উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
উন্নয়ন বাজেটের আয়েরর খাত ধরা হয়েছে পৌর সভার মূল তহবিল, প্রকল্প ইউ,জি,আই,আই,পি, বি ডব্লিউডিএফ, গুরুত্বপূর্ন নগর অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট, লোকাল গভর্নমেন্ট, কোভিড ১৯, এলজিসিআরপি।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ১ জাহিদুর আজহার, পৌর হিসাব রক্ষক কর্মকর্তা সফিকুর রহমান, কর নির্ধারক আবু ইউসুফ, টিএলসিসি সদস্য ইকবালুজ্জামান ফারুক, পেয়রা বিল্লালসহ পৌর সংরক্ষিত নারী কাউন্সিলর, কাউন্সিলরবৃন্দ, প্রকৌশলী ইদ্রিস মিয়া, মাহবুব আলমসহ সূধী সমাজ।