প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১৮:৫৩
চাঁদপুরে গরিব মানুষের জন্য হাজী মোঃ কাউছ মিয়ার ২৫ গরু কোরবানি
বাংলাদেশের গরিবের বন্ধু খ্যাত পুরান ঢাকার প্রবীণ ব্যবসায়ী সমাজ সেবক ও দানবীর হাজী মোহাম্মদ কাউছ মিয়াঁ অসহায় মানুষের জন্য পশু কুরবানী অব্যাহত রেখেছেন। প্রতিবছরের ন্যায় এবারও হাজী মোহাম্মদ কাউছ মিয়া চাঁদপুরে ২৫টি গরু ‘অসহায় মানুষের জন্য কোরবানি’ দিয়েছেন।ঢাকাতেও অনেকগুলো পশু কোরবানি দিয়েছেন তিনি।
যাতে গরিব মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি।পবিত্র ঈদুল আযহার দিন বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার তারপুর চন্ডী আনন্দবাজারে ৫টি,শহরের বড়স্টেশন লঞ্চঘাট মাদ্রাসা রোডে ৮টি,রাজরাজেশ্বর চরে ১০টি,তার জমিদার নানা বাড়ি পুরানবাজারে ২টি গরু কোরবানি দেন।এই সংখ্যা আরো পারে বলে জানা যায়।
আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সব সময় গরিব অসহায় মানুষের পাশে থাকেন এবং সামর্থ্য অনুযায়ী তাদের জন্য পশু কুরবানি দেন।বিশ্বস্ত লোকের মারফত কাউছ মিয়া এই কোরবানি দিয়ে আসছেন।