প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৭:৫৭
পুলিশ মেমেরিয়াল ডে উপলক্ষে সন্মাননা ও আলোচনা সভা
১ মার্চ পুলিশের মেমোরিয়াল ডে ২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সন্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ এ দিনটি স্মরন করে থাকে। বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে চাঁদপুর পুলিশ লাইন্সের ড্রীলশেডে চাঁদপুর জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও সন্মাননা ক্রস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপ্রধানে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপ্রধানের বক্তব্যে পুলিশ সুপার বলেন পুলিশের চাকুরি নয় সেবা, এ চাকুরিটি অন্যান্য চাকুরির মত নয়। পুলিশে চাকুরিরত সদস্যরা পরিবারের সাথে না থাকলেও পরিবারের খোজ খবর রাখেন। আমরা যখন যেভাবে কাজ করি, তখন সেভাবে মানিয়ে নেই। চাকুরি করতে এসে যারা জীবন উৎসর্গ করেছে তারা শহিদী মর্যাদা লাভ করেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন।
আমরা পুলিশ সদস্যরা ২৪ ঘন্টা কর্তব্যরত থাকি। দেশের সার্থে ও জনগনের সেবায় নিয়োজিত থাকি। এটা এবাদতের সামিল, দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারও গর্বিত ও সন্মানিত।
পুলিশের সন্তান শিক্ষিত ও চাকুরী করে ও বিভিন্ন পেশার নিয়োজিত রয়েছেন। এজন্যও আমরা গর্বিত।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার পিবিআই মোস্তফা কামাল রাশেদ, পুলিশ সুপার সিআইডি নাজমুল আলম পিপিএম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কনস্টেবল আরিফ হোসেনের মাতা হোসনেআরা বেগম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের এস আই (সশস্ত্র) জয়নাল আবেদিন, গীতা পাঠ করেন প্রিয়া দাস।