বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ২১:০৪

চাঁদপুর সদর হাসপাতালে তরল অক্সিজেনের মজুত বাড়ছে

মিজানুর রহমান
চাঁদপুর সদর হাসপাতালে তরল অক্সিজেনের মজুত বাড়ছে

২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে তরল অক্সিজেন মজুত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার আরো তিন হাজার লিটার লিকুইড অক্সিজেন যুক্ত হয়েছে এ হাসপাতালে।

এদিন দুপুরে স্পেক্ট্রার আরো একটি অক্সিজেনবাহী ট্রাক হাসপাতালে আসার পর অক্সিজেন প্ল্যান্টের ট্রেংকিতে ঢুকানো হয়। প্রথম পর্যায়ে সাড়ে ৩ হাজার লিটার ঢুকানো হয়। আজ ৩ হাজার লিটার সর্বমোট সাড়ে ৬ হাজার লিটার অক্সিজেন মজুত রয়েছে এ ট্যাকিংতে। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।

তিনি জানান, সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফের সহায়তায় এখানে সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করে স্পেক্ট্রা। যার ধারণ ক্ষমতা সাড়ে ৮ হাজার লিটার। আমরা সাড়ে ছয় হাজার লিটার পেয়েছি। এই মজুত থাকতেই অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

উল্লেখ্য,চাঁদপুরে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলার বড় এই হাসপাতলে মানুষের জীবন বাঁচানোর যুদ্ধ শুরু হয়। তখন করোনা রোগীর বাঁচাতে অপরিহার্য হয়ে পড়ে মেডিকেল অক্সিজেনের। এ পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চাঁদপুর জেলা হাসপাতালে সেন্ট্রাললি একটি লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের ব্যবস্থা করেন। সেটি ৪ আগস্ট দুপুরে তিনি সেটির উদ্বোধনও করেন।

এখন চালু হওয়া এ প্ল্যান্ট থেকে হাসপাতালের ৫০ জন করোনা রোগী অক্সিজেন সাপোর্ট পাচ্ছে। আরো শতাধিক রোগীর অক্সিজেন সরবরাহের জন্য কাজ চলমান রয়েছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়