বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:২২

মতলবে দূধর্ষ ডাকাতি

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলবে  দূধর্ষ ডাকাতি

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে ১টি মোবাইলের দোকান ও ৪ টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাত  আনুমানিক ২ থেকে ৪টার মধ্যে ডাকাতির এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।  এ সময় ডাকাত দল বাজারের ৪ জন পাহারাদার ও ২ জন মাছ ব্যবসায়ীকে হাত-পা বেঁধে দোকানের তালা ভেঙে ডাকাতির ঘটনা ঘটায় বলে পাহারাদাররা জানান।

ঘটনার বিবরণে জানা যায়, নায়েরগাঁও বাজারের নূর উদ্দিনের মোবাইলের দোকান, রাত্রী স্বর্ণ শিল্পালয়, পলি স্বর্ণ শিল্পালয়, প্রিতম স্বর্ণ শিল্পালয় এবং  লোকনাথ শিল্পালয়সহ মোট ৫টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা  নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল সেটসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।   ঘটনার খবর পেয়ে এডিশনাল এসপি, চাঁদপুর, এএসপি সার্কেল মতলব দক্ষিণ এবং  মতলব দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ও নায়েরগাঁও বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সভাপতি জনাব মাসুদ পাটোয়ারীসহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করতে আসেনি।

তালার দৃশ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়