বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ২২:৩০

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পত্তিতে সীমানা পিলার ও সাইনবোর্ড পূনঃস্থাপন

কামরুজ্জামান টুটুল
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পত্তিতে সীমানা পিলার ও সাইনবোর্ড পূনঃস্থাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মেজর রাশেদ চৌধুরীর পৈত্রিক বাড়ি হাজীগঞ্জের সোনাইমুড়িতে বায়েজাপ্তকৃত ১শ ১৫ শতাংশ সম্পত্তিতে সীমানা পিলার ও সাইনবোর্ড পূনঃস্থাপন করা করা হয়েছে। রাশেদ চৌধুরীর নিজে প্রাপ্য সম্পত্তি সরকার ইতিমধ্যে ১ নং খাস থতিয়ানে অন্তঃর্ভূক্ত করে। এর পরেই ২০১৪ সালে উক্ত সম্পত্তি সরকার বায়েজাপ্ত ও দখলে নেয়। এর আগে স্থাপিত সীমানা ও সাইনবোর্ড নষ্ট হয়ে যাওয়ার কারনে তা এ দিন পূনঃস্থাপন করা হয়। বুধবার দিনভর হাজীগঞ্জ উপজেলা প্রশাসন এই কাজ সম্পন্ন করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ১৭৭৫ সালের ১৫ আগষ্টের কাল রাত্রিতে জাতির জনকে সপরিবারে হত্যার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক অন্যতম আসামী মেজর রাশেদ চৌধুরীর বাড়ির হাজীগঞ্জের সোনাইমুড়ি গ্রামের উকিল বাড়ির মরহুম মাওলানা শিহাবুদ্দিনের ছেলে। ফাঁসির দন্ড নিয়ে বিদেশে পলাতক থাকা রাশেদ চৌধুরীর পৈত্রিক সম্পত্তির প্রাপ্ত অংশ সরকার ১ নং খাস খতিয়ানে অন্তঃর্ভূক্ত করে নেবার পর তা দখলে নেয় সরকার ২০১৪ সালে। সেই সময় উক্ত সম্পত্তিতে সাইবোর্ড টানানো ও সীমানা পিলার বসানো হয়। দীর্ঘ প্রায় ৮ বছরে সেই সীমানা পিলার ও সাইনবোর্ড নষ্ট হয়ে যাওয়ার কারনে বুধবার (৩১ আগষ্ট) তাতে ফের নতুন সীমানা পিলার ও সাইনবোর্ড টানানো হয়। সীমানা পিলার ও সাইনবোর্ড বসানোর সময় নেতৃত্বে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।

উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় ভূমি অফিসের সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪৪.০০.০০০০.০৭৪.০৬.০৫৫.০৯-৭৮৩ ও ৪৪.০০.০০০০.০৭৪.০৬.০৫৫.০৯-৭৮৪ স্মারক এবং জেলা প্রশাসক কার্যালয়ের মোকাদ্দমা নং ২২/২০১৩-২০১৪ আদেশমূলে ওই ইউনিয়নের  সোনাইমুড়ী মৌজার সাবেক ২৪৬, হাল ৯৭ দাগে রাশেদ চৌধুরীর মোট ১১৫ শতাংশ ভূমি সরকার ১নং খাস খতিয়ানে অন্তঃর্ভূক্ত করা হয়। এর মধ্যে ১১৭২ দাগে ২৮ শতাংশ, ৩৯৩ দাগে ১২ শতাংশ ও ১৪১ দাগে ৭৫ শতাংশ খাস খতিয়ানভুক্ত করা হয়।

সাইনবোর্ড টানানো ও সীমনা পিলার বসানোর সময় আরো উপস্থিত ছিলেন, উপেজলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো মোহাম্মদ লোকমান হোসেন, সার্ভেয়ার মো. কাজল মিয়া, নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিল, বড়কুল পূর্ব ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. শুক্কুর মোল্লা টিটুসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগন।

স্থানীয় আওয়ামীলীগনেতা আহসান হাবীব জানান, ২০১৪ সালে উক্ত জমি সরকারের হাতে চলে যাওয়ার পর সাইনবোর্ড ও সীমান পিলার টানানো হয়েছে। অনেক দিন অতিবাহিত হওয়ার কারনে পিলার ও সাইনবোর্ড নষ্ট হয়ে যায়। ফের সীমান পিলার ও সাইনবোর্ড নতুন করে বসানোর কারনে নতুন প্রজন্ম জানতে পারছে জাতির জনকের খুনির বাড়ি এই সোনাইমুড়ি গ্রামে। ঘৃনিত এই খুনির কারনে আমরা পুরো জাতির কাছে হাজীগঞ্জ বাসী লজ্জিত।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাছান মানিক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪৪.০০.০০০০.০৭৪.০৬.০৫৫.০৯-৭৮৩ ও ৪৪.০০.০০০০.০৭৪.০৬.০৫৫.০৯-৭৮৪ স্মারক এবং জেলা প্রশাসক কার্যালয়ের মোকাদ্দমা নং ২২/২০১৩-২০১৪ আদেশমূলে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের  সোনাইমুড়ী মৌজার সাবেক ২৪৬, হাল ৯৭ দাগে রাশেদ চৌধুরীর মোট ১১৫ শতাংশ ভূমি সরকার ১নং খাস খতিয়ানে অন্তঃর্ভূক্ত করা হয়। এর মধ্যে ১১৭২ দাগে ২৮ শতাংশ, ৩৯৩ দাগে ১২ শতাংশ ও ১৪১ দাগে ৭৫ শতাংশ খাস খতিয়ানভুক্ত সম্পত্তি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মালিক। উক্ত সম্পত্তিতে থাকা সাইনবোর্ড ও সীমান পিলার পুরাতন হওয়ার কারনে তা আমরা প্রতিস্থাপন করে দিয়েছে। অপর এক প্রশ্নে উক্ত কর্মকর্তা বলেন,উক্ত সম্পত্তি দেখাশুনা করার জন্য আমাদের লোক রয়েছে।  

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, জাতির জনকের খুনি ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাশেদ চৌধুরীর নিজের সম্পত্তি ১১৫ শতাংশ জমি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দখলে রয়েছে। উক্ত সম্পত্তির সীমানা পিলার ও সাইনবোর্ড নষ্ট হয়ে যাওয়ায় আমরা আবার ফের তার করেছি।  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়