মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ২০:৩৯

অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো চিত্রলেখার অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান

গোলাম মোস্তফা ॥
অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো চিত্রলেখার অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান
চিত্রলেখা মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান।

ভোর বেলায় চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে প্রতিদিন জেনারেল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বুদ্ধিমত্তায় তাৎক্ষণিকভাবে রক্ষা পেলো অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল ৫ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের চিত্রলেখা মোড়ের উত্তর পাশের্^র বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট হয়ে আগুনের ফুলকি পাশর্^বর্তী প্রতিদিন জেনারেল স্টোরের ভেতরে পড়লে আগুন ধরে যায়।

তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা বিদ্যুৎ কন্ট্রোল রুমে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে ঘটনার বিষয়ে অবহিত করলে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। তাৎক্ষণিক সকল ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান, ঘটনার পর পরই আমাকে জানানো হয়। ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এদিকে চিত্রলেখা মোড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে বিভিন্ন তার প্যাঁচিয়ে রাখায় প্রায়ই বিদ্যুৎ শর্টসার্কিট হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় বার বার ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান স্থানীয় ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়