বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৭:৫১

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রেদওয়ান আহমেদ জাকির
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি ফাতিমা সুলতানা।

মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে আজ ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি ফাতিমা সুলতানা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন সরকার, অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সাকিবুন নাহার, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক মোঃ রুহুল আমিন, নবম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক মোঃ জাহাঙ্গীর সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়