প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ২০:৩০
মতলবের ক্রীড়া সংগঠক সেলিম সরকারের সুস্থতায় দোয়া কামনা
|আরো খবর
আল-আমিন ক্রীড়াচক্রের সভাপতি, মতলব বাজারের মিনিস্টার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী, মতলব সরকারি কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি এসএমএম সেলিম সরকার কিছুটা সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার।
পরিবার জানায়, ব্রেন স্ট্রোক করার পর তিনি ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৫ নভেম্বর কিছুটা সুস্থ হলে তাকে ওই হাসপাতাল থেকে অব্যাহতি দেয়া হয়। বেলা ২টায় তিনি মতলবে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাকে ১৫ দিন পর পর ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসকের চেকআপের জন্য নিয়ে আসতে হবে। তার শরীরের বাঁ পাশের সমস্যার কারণে তাকে নিয়মিত থেরাপি দিতে হবে।
মতলবের মানবিক মানুষদের অন্যতম, রাজনীতিবিদ, ক্রীড়া ও সামাজিক সংগঠক প্রিয় এসএমএম সেলিম সরকারের আশু সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সকাল ৮টায় নিজ বাড়িতে স্ট্রোক করলে প্রথমে মতলব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়।