মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৫ জুন ২০২২, ২০:৩৩

অবৈধ বিদ্যুত সংযোগে ৪ তলা বিদ্যালয় ভবন নির্মাণ

কামরুজ্জামান টুটুল
অবৈধ বিদ্যুত সংযোগে ৪ তলা বিদ্যালয় ভবন নির্মাণ

হুকিং করে অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে ৪ তলা বিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ শেষ করা হয়েছে। রং করা আর বুঝিয়ে দেবার আগেই বিদ্যুৎ কর্তৃপক্ষ গোপন খবর পেয়ে সেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ও অবৈধ সংযোগ দিয়ে ব্যবহার করা মালামাল জব্দ করেছে।

সংশ্লিষ্ট ঠিকাদার কি পরিমান বিদ্যুৎ ব্যবহার করেছে তার হিসেব করে জরিমানা করার প্রক্রিয়া চলামান রয়েছে বলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ সদর দপ্তর চাঁদপুর কন্ঠকে নিশ্চিত করেছেন। ঘটনাটি হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের।

পল্লী বিদ্যুৎ সদর দপ্তর ১-এর সূত্রে জানা যায়, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবন নির্মাণরকাজ চলছে অনেকদিন ধরে। এমন একটি গোপন অভিযোগের সত্যতা মেলাতে গত মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শনে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) প্রকাশ কুমার সাহা ও জুনিয়র ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমানসহ অন্য কর্মকর্তাগণ।

এ সময় সিঙ্গেল তারে হুক ব্যবহার করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধ সংযোগ দিয়ে ব্যবহার করা মালামাল জব্দ করা হয়। এ সময় বিদ্যুৎ কর্তৃপক্ষ নিশ্চিত হয়, পুরো ভবনটি নির্মাণ কাজে অবৈধ সংযোগ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে সংযোগ বিচ্ছিন্ন অভিযানের প্রধান সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) প্রকাশ কুমার সাহা চাঁদপুর কন্ঠকে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককের উপস্থিতি অবৈধভাবে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান জানান, জরিমানা নির্ধারণ করে বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ প্রদান এবং জরিমানা আদায়ে বিদ্যুৎ আইন অনুযায়ী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়