প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০
অবৈধ বিদ্যুৎ সংযোগে চার তলা বিদ্যালয় ভবন নির্মাণ!
হুকিং করে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে চার তলা বিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ শেষ করা হয়েছে। রঙ করা আর বুঝিয়ে দেয়ার আগেই বিদ্যুৎ কর্তৃপক্ষ গোপনে খবর পেয়ে সেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ও অবৈধ সংযোগ দিয়ে ব্যবহার করা মালামাল জব্দ করেছে। সংশ্লিষ্ট ঠিকাদার কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছে তার হিসেব করে জরিমানা করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তর চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছে। ঘটনাটি হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের।
পল্লী বিদ্যুৎ সদর দপ্তর-১-এর সূত্রে জানা যায়, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজ চলছে অনেকদিন ধরে। এমন একটি গোপন অভিযোগের সত্যতা মেলাতে গত মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) প্রকাশ কুমার সাহা ও জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুর রহমানসহ কর্মকর্তাগণ।
এ সময় সিঙ্গেল তারে হুক ব্যবহার করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসাথে অবৈধ সংযোগ দিয়ে ব্যবহার করা মালামাল জব্দ করা হয়। এ সময় বিদ্যুৎ কর্তৃপক্ষ নিশ্চিত হয় পুরো ভবনটি নির্মাণ কাজে অবৈধ সংযোগ ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে সংযোগ বিচ্ছিন্ন অভিযানের প্রধান সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) প্রকাশ কুমার সাহা চাঁদপুর কণ্ঠকে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে অবৈধভাবে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মোঃ আতিকুজ্জামান জানান, জরিমানা নির্ধারণ করে বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিস প্রদান এবং জরিমানা আদায়ে বিদ্যুৎ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।