প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ১৭:৩৪
অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে "অ্যাডভেঞ্চার বয়েজ" এর নগদ অর্থ বিতরন
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে অসহায় ও নিন্ম আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে নগদ অর্থ বিতরণ করেছেন অ্যাডভেঞ্চার বয়েজের সদস্যরা। মাহে রমজানে সংগঠনের নেতৃবৃন্দ এভাবেই নগদ অর্থ
|আরো খবর
সংগঠনের সভাপতি জিএম জাহিদ হাসান জানান, প্রতি বছরের ন্যায় এ ঈদেও আমরা আমাদের এমন মানবিক কাজটি ধারাবাহিক ভাবে চালিয়ে যাচ্ছি। আমরা একটি মেসেঞ্জার গ্রুপের মাধ্যামে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করি। রমজানের শুরু থেকেই সেই গ্রুপটিতে শুরু হয়।আর আমারা একটি মানবিক ফান্ড তৈরির করি। যেখানে ক্লাবের সদস্য, উপদেষ্টাগন ছাড়াও সমাজের বিভিন্ন মানুষ আমাদের নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেছেন। অতঃপর আমরা যাচাই-বাচাই করে পাপ্য ব্যক্তিগনের নামের তালিকা তৈরি করি। তালিকা অনুযায়ী ২০ রমজান হতে সংগঠনের সদস্যদের সহযোগীতায় নগদ অর্থ ঘরে ঘরে পৌছানোর কাজ শুরু করেছি। এটি অব্যাহত থাকবে ফান্ড শেষ না হওয়া পর্যন্ত ।
সাধারন সম্পাদক জিএম রাকিব হোসাইন জানান, বিত্তবান না হয়েও যে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মানুষের কল্যানে ব্যয় করা যায় সেটি আমাদের সংগঠনের সভাপতি মহোদয় করে দেখাচ্ছেন। তাহার দিগ-নির্দেশনায় আমরা প্রতি বছর ঈদুল ফিতরে এই মহান কাজটি করে চলেছি। এতে প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন এবং আমাদের জন্য দোয়া করেন।
ওই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, সমাজের বিত্তবানদের সহযোগী না পেলেও এ্যাডভেঞ্চার বয়েজ এর সহযোগীতা আমরা সব-সময়ই পেয়ে আসছি। শাহিন গাজী জানান, মাহে রমজানের রাতের ভেলা হঠাৎ করেই কিছু তরুন এসে একটি খাম হাতে ধরিয়ে দেয়। পরে দেখতে পাই সেটিতে নগদ টাকা। আমাদের পরিবার ও সন্তানদের ঈদের আনন্দ উদযাপনে তাদের সহযোগিতা প্রশংসার দাবিদার। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোদের মঙ্গল করুন।