প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ১৮:০৭
ঈদ যাত্রায় লঞ্চ মালিক প্রতিনিধিদের সাথে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বৈঠক
চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর -দক্ষিণাঞ্চল নৌরুটে ঈদে যাত্রীদের নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনা বিষয়ে লঞ্চ মালিক প্রতিনিধিদের সাথে বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম জরুরী বৈঠক করেছেন।
|আরো খবর
২৬ এপ্রিল মঙ্গলবার বিকালে বন্দর কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে একেএম কায়সারুল ইসলাম বলেন, ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী লঞ্চে বহন করা যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। আমরা ঈদযাত্রা নিরাপদ করতে যাত্রী সমন্বয় কমিটির মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছি। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ঘাটে স্পেশাল লঞ্চ ব্যবস্থা করা হবে।
এ সময় বিআই ডব্লিউটিএ চাঁদপুর লঞ্চঘাটের টিআই মোঃ শাহ আলম, লঞ্চ মালিক প্রতিনিধি আলী আজগর, শাহ আলম মিজি, ইউসুফ আলী, মোঃ কালু বেপারী, মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে লঞ্চের মালিক প্রতিনিধিগণ ঈদ উপলক্ষে সরকারি সকল নির্দেশনা মেনে ঈদের আগে এবং পরে লঞ্চ চালাবেন বলে বন্দর কর্মকর্তাকে আশ্বস্ত করেন।