বুধবার, ২৬ মার্চ, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০০:৪৫

ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা চরমে

ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা চরমে
প্রবীর চক্রবর্তী

চাঁদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর-লক্ষ্মীপুর সড়ক। কিন্তু গত এক দশকে বেশ কয়েকবার সড়কটি সংস্কার হলেও কিছু সময় পর তা আগের অবস্থায় চলে যায়। অথচ সড়কটিতে গণপরিবহনের তুলনায় ত্রি-হুইলার জাতীয় ছোট যানবাহনের সংখ্যা শতগুণ বেশি। বর্তমানে সড়কটি দেখে যে কারোই মনে হবে বয়স্ক মানুষের শরীরের চামড়া কুঁচকে যাওয়ার মতো অর্থাৎ বুড়িয়ে গেছে। পুরো সড়কের বিভিন্ন স্থানে স্থানে ফেটে যাওয়া, পুরো সড়কের একপাশের অংশ নষ্ট হয়ে যাওয়ায় চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা চরমে। সড়কের দুরাবস্থার কারণে ক্ষতস্থান এড়াতে তিন চাকার যানবাহনগুলো বিপরীতের পাশ দিয়ে চলায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে সড়কে যানচলাচল বৃদ্ধির কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন যাত্রীরা।

সরেজমিন চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শনকালে দেখা যায়, সড়কের বাগড়া বাজার থেকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের একপাশের অনেকটাই নষ্ট হয়ে কার্পেটিং উঠে গেছে। কোথাও গর্ত এবং পিচ উঠে উঁচু গেছে। আর পুরো সড়কের বিভিন্ন অংশ ফেটে গেছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সড়কের কাপের্টিং উঠে যাওয়ার সম্ভবনা রয়েছে।

জানা গেছে, সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে চাঁদপুর সদর অংশ থেকে শুরু করে ফরিদগঞ্জ পর্যন্ত চাঁদপুর-রায়পুর সড়কের ১৭ কিলোমিটারের নির্মাণকাজ করেছে হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর নতুন করে সড়কটি মেরামতে নতুন করে কাজ হয়নি। সড়ক বিভাগ মাঝে মাঝে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করলেও কিছুদিন পর তা আগের অবস্থায় ফিরে গেছে। এছাড়া ফরিদগঞ্জ সীমানা থেকে রায়পুর শহর পর্যন্ত সড়কের এই অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালক লিটন, রবিউল ও আমির হোসেন জানান, সড়কের এক পাশের অংশ নষ্ট হয়ে যাওয়ায় আমরা অন্যপাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছি। যা বিপজ্জনক। কিন্তু তাই ঈদের আগেই কিছুটা হলেও সড়কটি মেরামত করলে সবাই উপকৃত হবে।

সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীরা জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে গণপরিবহনের তুলনায় তিন চাকার যানবাহন বেশি চলাচল করে। যাদের আবার অধিকাংশরেই ড্রাইভিং লাইসেন্স নেই। ফলে তারা নিয়ম না জেনেই অনেকটা প্রতিযোগিতা করে দ্রুতগতিতে গাড়ি চালায়। ফলাফল প্রায়শই দুর্ঘটনা ঘটছে। ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ চরমে উঠবে।

এ ব্যাপারে চাঁদপুর সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী চাঁদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ওয়াছিউদ্দিন আহমেদ, সড়কের দুরবস্থার চিত্র আমাদের জানা রয়েছে। চেষ্টা করছি ঈদের আগেই সংস্কার করে যানচলাচল উপযোগী করার জন্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়