প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ১৮:০৩
কচুয়ায় মুজিব বর্ষে গৃহহীনদেরকে ঘর প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে মুজিব বর্ষে কচুয়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাছেম মিল্যাহ। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ মো. মোতাছেম বিল্যাহ বলেন- এ উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১৭টি ঘর প্রদানের পর তৃতীয় পর্যায়ে চলতি বছরে আরো ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করার নির্মান কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ঘর প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট ভূমিজীন ও গৃহহীন পরিবারকে ২শতক করে খাস জমি বন্দোবস্ত প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে তাদের নামে খাস জমি বন্দোবস্ত নথি অনুমোদিত হয়েছে। ঘরের পাশাপাশি সংশ্লিষ্ট ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বন্দোবস্ত প্রাপ্ত জমির কবুলিয়ত দলিল, রেজিস্ট্রিশনসহ নামজারি ও জমাখারিজ খতিয়ান প্রদান করা হবে। সেমি পাকা দুই কক্ষ বিশিষ্ট এসব গৃহে একটি টয়লেট, রান্নার কক্ষ ও ইউটিলিটি স্পেস রয়েছে। প্রতিটি ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসাবে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার এ ঘরগুলো ভার্চুয়ালি যুক্ত হয়ে হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, সাংবাদিক আবুল হোসেন, আলমগীর তালুকদার, প্রিয়তুষ পোদ্দার, মফিজুল ইসলাম, মানিক ভৌমিক, মোহাম্মদ মহিউদ্দিন, আমির হোসেন, আহসান হাবীব সুমন, সুজন পোদ্দার, ইউনুছ, মেহেদী হাসান, আবু সাঈদ, আবুল কালাম আজাদ ও মো. রাছেল উপস্থিত ছিলেন। ছবিঃ কচুয়া প্রেস ব্রিফিং প্রদান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাছেম বিল্যাহ।