শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ১৪:৫৪

খোলা আকাশের নিচে বসবাস

কচুয়ায় কালবৈশাখী ঝড়ে নিরীহ পরিবারের বসতঘর লন্ডভন্ড

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় কালবৈশাখী ঝড়ে নিরীহ পরিবারের বসতঘর লন্ডভন্ড

চাঁদপুরের কচুয়ার মনসা-নয়াকান্দি গ্রামে কালবৈশাখী ঝড়ে নিমাই মজুমদারের নামে এক নিরীহ পরিবারের বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। এতে সে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসত করছেন। গত দুদিন পূর্বে কালবৈশাখী ঝড়ে রাতে উপজেলার মনসা নয়াকান্দি গ্রামে নিমাই মজুমদারের বসতর ঘর ভেঙ্গে পড়ে যায়। এতে পরিবার ও পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

স্থানীয় প্রতিবেশী সাইফুল ইসলাম ও মনির হোসেন বলেন, নিমাই মজুমদার একজন নিরীহ মানুষ। ঝড়ে তার বসতবাড়িটি ভেঙ্গে গেছে। এতে করে সে নিরুপায় হয়ে যায়। তার বসতঘর নির্মানে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত নিমাই মজুমদার,তার স্ত্রী সঞ্চিতা রানী মজুমদার বলেন, ছেলে মেয়েদের নিয়ে আমরা কষ্টে আছি। কালবৈশাখী ঝড়ে আমাদের ঘর ভেঙ্গে যাওয়ায় আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। অর্থাভাবে ঘর নির্মান করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়