শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ১৯:১৪

পৌর মেয়রের উদ্যোগে হাজীগঞ্জ যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিম 

পৌর মেয়রের উদ্যোগে হাজীগঞ্জ যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিম 
কাসরুজ্জামান টুটুল

বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত হাজীগঞ্জ বাজার এখন যানজটের শহর এটা এখন সর্বজন স্বীকৃত। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর বাজারটি হওয়ায় যানজট লেগেই থাকে। বিশেষ করে ঈদকে সামনে রেখে যানজট যেন কমেই না। সেই যানজট থেকে হাজীগঞ্জ বাজারকে মুক্ত রাখতে কমপক্ষে তিন স্তরের টিম কাজ করছে। থানা পুৃলিশ,বাজার কমিটির টিম ও পৌর স্বেচ্ছেসেবক টিম কাজ করছে দিনরাত্রি। এ ছাড়া ট্রাফিক পুলিশ বড় একটা টিম সার্বুক্ষনিক কাজ করছে। পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন অন্য বারের মতো এবারেও বিশেষ স্বেচ্ছাসেবক টিম দিয়ে যানজট নিরসনে কাজ করাচ্ছেন। যাদের কর্মকান্ড ইতিমধ্যে প্রসংসা কুড়াচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়,সড়কের দুই পাশে ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল লোড, আনলোড, হকার, সিএনজি চালিত অটো স্কুটার ও অটোরিকশায় পরিপূর্ণ থাকে বাজার। এর বাইরে প্রধান সড়কের পাশে বেশ কয়েকটি সিএনজি চালিত অটো স্কুটার ষ্ট্যান্ড,বোগদাদ রিলাক্সসহ অন্য গন পরিবহনগুলো বাজার অতিক্রমকালে কচ্ছব গতিতে যাত্রী উঠানামা করানোই যানজটের মূল কারন।

প্রতিক্ষন যানজটের কারনে সড়ক দিয়ে আসা-যাওয়ার রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দূর পাল্লার পরিবহনের যাত্রী, বাজারে আসা পথচারী ও ক্রেতাসাধারণ নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৫ রমজানের পর পরর থেকে বাজারে অসহনীয় যানজটে নাকাল হয়ে পড়েন হাজীগঞ্জবাসী। যা নিরসনে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ।

তাই এই যানজট নিরসনে হাজীগঞ্জ পৌরসভা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নির্দেশনা ও তদারকিতে গত টানা ৬ বছর যাবৎ ট্রাফিক পুলিশের ভূমিকায় হাজীগঞ্জ বাজারে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে পৌরসভার স্বেচ্ছাসেবক টিম। এছাড়াও তিনি প্রায় সময় তাঁর দাপ্তরিক কাজ শেষে বা দিনের শুরুতেই যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভুমিকায় রাস্তায় কাজ করতে দেখা যায়। ঈদকে সামনে রেখে বাজারের যানজট নিরসনে এ বছর পৌরসভা থেকে ৬ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে।

সরজমিনে দেখা যায়, পৌরসভার স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালনের পাশাপাশি পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, রিকশা, ভ্যান চালক, অটোরিকশা ও সিএনজিচালিত স্কুটারসহ যাত্রীবাহী পরিবহন চালকদের সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে এবং সাবধানে চলাচল করার পরামর্শ দিয়ে থাকেন। এতে কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি আসে ক্রেতা বিক্রেতাদের মাঝে।

উল্লেখ্য, পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময় থেকে প্রথম মেয়াদে ৫ বছর এবং বর্তমান মেয়াদে প্রথম বছরসহ অর্থ্যাৎ টানা ৬ বছর প্রতি রমজানে বাজারের যানজট নিরসনে তিনি পৌরসভার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করে থাকেন। এছাড়াও তিনিও প্রায় সময় ট্রাফিক-পুলিশের ভুমিকা পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়