শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ২০:৪৪

হাইমচরে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরের হাইমচরে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় বাহারি রঙের কার্টুন, ফেস্টুন ও ব্যানার দেখতে পাওয়া যায়। এ সময় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহের সাথে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। মঙ্গল শোভাযাত্রা শেষে মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত দুই বছর করোনার থাকার কারনে নববর্ষ উদযাপন হয়নি। এবার করোনা শীথিল থাকলেও পবিত্র রমজানের জন্য অল্প পরিসরে আমরা নববর্ষ উদযাপন করলাম। আমি আশা করছি নতুন বছর সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে। আমাদের এই আয়োজনে অংশ গ্রহণ করার জন্য নাগরপুর বাসীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। নতুন বছরে আমরা সবাই যেন সুস্থ ও সুন্দর থাকতে পারি সেই কামনা করি।

এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি অফিসার দেব্রত সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সামাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়