শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ২০:০৬

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আমরা বিজয়ী’র ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার
সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আমরা বিজয়ী’র ইফতার বিতরণ

‘আমরা নারী, আমরা পারি, আমরাই বিজয়ী’ এ শ্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন চাঁদপুরের এতিহ্যবাহী সেবামূলক সংগঠন আমরা বিজয়ী। ১২ এপ্রিল বাদ জোহর ১০ রমজান বিকেলে সংগঠনের ব্যাপক সদস্যদের উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের প্রতিষ্টাতা ও প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট ও চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, ডাঃ মাসুদ হাসান, সেবামূলক সংগঠন আপনের সভাপতি ডাঃ রাশেদা আক্তার, সংগঠক নাসিমা রিতা, সংগঠনের কার্যকরী সদস্য নূসরাত মুন্নী, সানিয়ান আক্তার, সুরাইয়া আক্তার, জুম্মি, সাবিরা, রাহেলা কাউসার, আজমা, মৌসুমী, নুসরাত মুনিয়া প্রমুখ।

সংগঠনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতা রয়েছে বলে আমরা এমন একটি সংগঠন দাঁড় করাতে পেরেছি। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সাধ্যমত সহযোগিতা করা। সে লক্ষ্য নিয়ে আমরা বিজয়ী সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। সংগঠনের প্রতিটি সদস্যর মাঝে রয়েছে সেবার মানসিকতা। তাদের সেই সেবার মানসিকতা থেকেই তারা আজ পবিত্র মাহে রমজানের দিনে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন। তাদের হাতে তুলে দিয়েছেন সামান্যতম ইফতার। তিনি তাদের সেবামূলক কার্যক্রমে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পৌর মেয়র আমাদের যথেষ্ঠ সহযোগিতা করেছেন। প্রতিটি সামর্থবান মানুষের উচিত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। সকলেই যদি সাধ্যমত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা আমাদের পাশে থাকা অভাবী মানুষগুলোর দুঃখ দূর করতে পারব। গতকাল বাদ জোহর সংগঠনের নেতৃবৃন্দ চাঁদপুর কোর্ট স্টেশনে পুলিশ বক্সের নিকট থাকা সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়