প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ২১:২৬
মতলবের মেঘনা ব্যাংকে এফ.ডি.আরের বীমা দাবি পরিশোধ ও আলোচনা সভা
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নস্থ মেঘনা ব্যাংক আনন্দ বাজার শাখায় এফ.ডি.আরের বীমা দাবি পরিশোধ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
১১ এপ্রিল সোমবার দুপুরে মেঘনা নিরাপদ এফ.ডি.আর বীমা দাবীকৃত টাকা হস্তান্তর ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা ব্যাংক আনন্দবাজার শাখার ম্যানেজার আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মেঘনা ব্যাংক আনন্দবাজার শাখার প্রিন্সিপাল অফিসার জাহিদ হোসাইন, অফিস মিজানুর রহমান, অফিসার আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী রোকন মোল্লা ও শাখাওয়াত হোসেন গাজী।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংকে নিরাপদ এফ.ডি.আর এর গ্রাহক ফরাজীকান্দি ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুর রশিদ এর সহধর্মিনী মারা গেলে তার নমিনি হিসেবে আব্দুর রশিদ এর নিকট বীমা দাবীকৃত ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে ব্যাংক যত বেশি গ্রাহকের দাবি পরিশোধ করবে জনগণের কাছে সে ব্যাংকের গ্রহণযোগ্যতা তত বৃদ্ধি পাবে। এই মেঘনা ব্যাংক আপনাদের ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রীতি-নীতি মধ্যে থেকে গ্রাহকের লেনদেন তথা সুযোগ-সুবিধা দিতে আমরা সর্বদা প্রস্তুত।গ্রাহকদের সেবা দেওয়ার জন্যই আমরা বসে আছি।