শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ২২:৫০

হাজীগঞ্জ বাজারে ক্রেতাদের সচেতন করলো পুলিশ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ বাজারে ক্রেতাদের সচেতন করলো পুলিশ

হাজীগঞ্জ বাজারে আসা ক্রেতাদের সচেতন করলো থানা পুলিশ। পুলিশ রোববার বাজারের প্রধান সড়কসহ অলিগলিতে হেঁটে হেঁটে হ্যান্ডমাইক দিয়ে এই প্রচারণা চালায়। পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ প্রচারাভিযান করেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ। সাথে ছিলেন অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দসহ একদল পুলিশ।

এ সময় থানা পুলিশের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও অটোবাইক চালকদের উদ্দেশ্যে বলা হয়, পবিত্র রমজান মাসে বাজারে ক্রেতা ও পথচারীদের ব্যাপক সমাগম হবে। তাই যেখানে-সেখানে দাঁড়িয়ে বাজারে যানজটের সৃষ্টি করা যাবে না।

ব্যবসায়ী ও ক্রেতাদের রমজানের শুভেচ্ছা জানিয়ে মোঃ সোহেল মাহমুদ বলেন, পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজীগঞ্জ বাজারে অনেক লোকের সমাগম হবে। এই জনসমাগমকে কেন্দ্র করে ছিনতাইকারী ও প্রতারক থেকে আপনারা সাবধান থাকুন। ক্রেতা-বিক্রেতাদের ব্যবসায়িক ও ব্যাংকিং কাজে বেশি টাকার লেনদেন হলে পুলিশের সহযোগিতা নিন এবং কাউকে সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করুন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের সার্বিক ব্যবস্থাপনায় জনসচেতনতামূলক এ প্রচারণায় তিনি বলেন, বাজারে সাদা পোশাকে ও টহল পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলাজনিত যে কোনো প্রয়োজনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়