শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ২৩:৪২

মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মতলব পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২ এপ্রিল নারায়ণপুর বাস স্ট্যান্ডে সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সিএনজি অটোরিকশা চালকগণ স্বতঃস্ফূর্ত ভাবে আগামী তিন বছরের জন্য তাদের শ্রমিক নেতা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই সাবেক সভাপতি মো. শাহাজাহান প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। একই সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মো. ইয়াছিন সরকার।

সাধারণ সম্পাদক পদে মোট দুই জন প্রার্থীর মধ্যে ২২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মামুন প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু তাহের প্রধান পেয়েছেন ৯১ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. মোখলেছুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ পাঠান পেয়েছেন ১৫৭ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাসুদ প্রধান পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন চার জন। এর মধ্যে ১৯৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. আলম তালুকদার, ১৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. রেহান উদ্দিন, ১৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. বিল্লাল সরকার, ১৪৪ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. শরিফ বেপারী ও ১০১ ভোট পেয়ে পরাজিত হন নির্মল চন্দ্র দাস।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী সমবায় অফিসার সঞ্জয় দাস, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রধান ও সদস্য মো. জোহর আলী।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক ও ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মো. ইকবাল হোসেন হাওলাদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়