প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ২৩:১৭
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৪৭তম অভিষেক অনুষ্ঠানে মেয়র জিল্লুর রহমান জুয়েল
সুন্দর সমাজ বিনির্মাণে রোটার্যাক্টের মত সেবামূলক সংগঠনগুলোর প্রয়োজন রয়েছে
বিমল চৌধুরী ॥ আনন্দঘন পরিবেশে রোটারিয়ান, রোটার্যাক্টর ও সেবার মানসিকতা সম্পন্ন আমন্ত্রিত অতিথিবর্গের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে তরুণ-যুবকদের সেবামূলক প্রতিষ্ঠান চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৪৭তম অভিষেক অনুষ্ঠান।
গত ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চাঁদপুর রোটারী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি সুন্দর আয়োজনের জন্য রোটার্যাক্টরদের ধন্যবাদ জানিয়ে বলেন, সেবার মনোভাবাপন্ন মানুষগুলোই রোটারীর সাথে সম্পৃক্ত। আর রোটার্যাক্ট রোটারী ক্লাবের একটি অঙ্গ সংগঠন, যে সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন উদ্যমী তরুণ-যুব সমাজ, যারা নিজেদেরকে মানুষের কল্যাণ কাজের ব্রতী হিসেবে তৈরি করছেন অত্যন্ত দক্ষ হিসেবে, বৈশি^ক মহামারী করোনাকালীন সময়ে তা আমি অনেকটাই অনুভব করতে পেরেছি। মানুষের কল্যাণে, মানুষের জন্যে কাজ করতে পারাটাই একটি আনন্দ। তিনি চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবকে চাঁদপুর পৌরসভার সাথে তুলনা করে বলেন, চাঁদপুর পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান, রোটার্যাক্ট ক্লাবও একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাই সুন্দর সমাজ বিনির্মাণে রোটার্যাক্টের মত সেবামূলক সংগঠনগুলোর প্রয়োজন রয়েছে। আমি এ সকল সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সমাজের অনেক ভালো কাজই সম্পন্ন হয় রোটারিয়ানদের প্রচেষ্টায়। কারণ সমাজের প্রতিষ্ঠিত মানুষগুলোই রোটারীর সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি মাদক, সন্ত্রাস, ইভটিজিংমুক্ত সমাজ গঠনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং যে প্রত্যাশা পূরণে চাঁদপুরবাসী তাকে মেয়র নির্বাচন করেছেন, তা তিনি তাঁর দায়িত্বকালীন সময়ই সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চাঁদপুর রোটারী ক্লাবের অভিভাবকত্বে পরিচালিত চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৪৭তম অভিষেক অনুষ্ঠানে বিগত বছরের প্রতিবেদন পেশ করেন বিদায়ী সেক্রেটারী রোঃ কাজী আজিজুল হাকিম (নাহিন)। পরে তুমুল করতালির মধ্য দিয়ে ২০২০-২০২১ সালের বিদায়ী প্রেসিডেন্ট রোঃ দেলোয়ার হোসেন সুমন ও বিদায়ী সেক্রেটারী রোঃ কাজী আজিজুল হাকিম ২০২১-২০২২ সালের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোঃ নিলয় দে ও সেক্রেটারী রোঃ নাজিম উদ্দীনের কাছে কলার হস্তান্তর করেন। পরে অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি রোটারিয়ান পিপি তমাল কুমার ঘোষ আরএফএসএম।
অভিষেক কমিটির চেয়ারম্যান রোঃ এনামুল ইসলাম সাব্বির ও রোঃ পিপি রেজাউল ইসলাম রকির যৌথ সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু পিএইচএফ, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি অধ্যাপক মোঃ জাকির হোসেন আরএফএসএম, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদা খানম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী (কাঞ্চন), ডিআরআর ইলেক্ট (২০২২-২৩) রোঃ পিপি সাজ্জাদ হোসেন ও ডিআরআর নমিনী (২০২৩-২৪) রোটার্যাক্ট প্রতিনিধি রোঃ পিপি শরীফুল ইসলাম অপু। অনুষ্ঠানে উপস্থিতির পরিচিতি তুলে ধরেন অভিষেক অনুষ্ঠানের সম্পাদক রোঃ পিপি মোঃ আল-আমিন। বিদায়ী সভাপতি রোঃ দেলোয়ার হোসেন সুমন ও নবাগত সভাপতি রোঃ নিলয় দে তাদের অনুভূতি প্রকাশপূর্বক বক্তব্য প্রদান করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রোটার্যাক্ট ক্লাব সচিব (২০২১-২০২২) রোঃ নাজিম উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোঃ ওবায়েদুর রহমান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন রোঃ নিশান বসু। এ সময় রোটারিয়ানদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রোটাঃ পিপি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, রোটাঃ পিপি নাসির উদ্দিন খান, চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী রোটাঃ অ্যাডঃ পলাশ কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা রোটাঃ ব্যাংকার মহসীন পাঠান, রোটাঃ মাহবুবুর রহমান সুমন, রোটাঃ গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সাবেক সভাপতি তাসলিমা মুন্নি, ভাইস প্রেসিডেন্ট মিতু আক্তার প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে সকলকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়। পুরো অনুষ্ঠান জুড়েই উৎসবের আমেজ ও শৃঙ্খলাবোধ পরিলক্ষিত হয়। নবাগত কমিটি সেবামূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন।