শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ১৮:১২

নারায়ণপুর ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নারায়ণপুর ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মুহাম্মদ আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। জাতীয় কর্মসুচির সাথে মিল রেখে অনুষ্ঠানের মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ।

গত ২৬ মার্চ সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপ্রধানে এবং সহকারি অধ্যাপক মুক্তার আহাম্মদ ও মো. কাউছার মিয়ার যৌথ পরিচালনায় মহান স্বাধীনতার উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের আজীবন সদস্য মো আব্দুল মবিন প্রধান, গভর্নিং বডির সদস্য মো. রাসেল প্রধান, মো. গোলাম রাব্বানী, উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক বিজন কুমার সরকার। বক্তাগণ শিক্ষার্থীদের সামনে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার পাশাপাশি শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ স্বীকারকে বিশেষ ভাবে স্মরণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা। এর মধ্যে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত যেমন খুশি তেমন সাজো, দলীয় নৃত্য এবং দলীয় অভিনয়।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সেতু বণিকের নেতৃত্বে মুক্তিযুদ্ধ ভিত্তিক দলীয় নৃত্য পরিবেশন করা হয় এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদ্রিতা রুকশাদ এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক দলীয় অভিনয় করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জাকিয়া সুলতানা, গীতা পাঠ করেন রূপা রানী হালদার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়