প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ২৩:৫৭
শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনে সম্পন্ন হলো চাঁদপুর বিজ্ঞান মেলার
চাঁদপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২২ সম্পন্ন হয়েছে।২২ ও ২৩ মার্চ চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলয়নে এ মেলা হয়। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা উদ্ভাবনী প্রকল্প তুলে ধরেন।
৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
২৩ মার্চ বৃহস্পতিবার বিকালে মেলার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ছোট ছোট ছেলে-মেয়েরা তাদের মেধা শক্তি ও শ্রম দিয়ে দারুন দারুন উদ্ভাবনী আবিস্কার উপস্থাপন করেছে।
বিজ্ঞানে উন্নয়ন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করতে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এবারের বিকেল মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তাদের সেরা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করায় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে স্টেডিয়াম ভিআইপি প্যাভিলিয়নে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিষয় ছিল " স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি"।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান। আলোচনা করেন বিজ্ঞান ক্লাব সংগঠন ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া ও চাঁদপুর সরকারি মহিলা কলেজে প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সাহা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষা ও আইসিটি আক্তার জাহান সাথীর সার্বিক তত্ত্বাবধানে
অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাসুদুল আলম ভূঁইয়া।
২২ মার্চ মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।