প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ২১:৪৪
কোস্টগার্ড সোর্সের জেলিযুক্ত চিংড়ি ঘাটে এনে বিক্রির অভিযোগ
চাঁদপুর কোস্টগার্ড সোর্সের বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি ঘাটে এনে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।২৩ মার্চ সকালে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে জনৈক ইকবাল বেপারীর মৎস্য আড়তে অবৈধ ওই চিংড়ি মাছ বিক্রি হয় বলে ঘাটের ব্যবসায়ীরা জানিয়েছেন। মঙ্গলবার রাতে হরিনা ফেরিঘাট যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ জেলি যুক্ত চিংড়ি মাছ চালান জব্দ করে কোস্টগার্ডের টহল সদস্যরা জব্দকৃত কিছু অংশ সোর্সের কেউ কেউ এ মাছ ঘাটে এনে বিক্রি করে।কালা নামের এক ব্যক্তি মৎস্য আড়তে প্রকাশ্যে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বিক্রি করলে শহরের বিপনীবাগের দুইজন মাছ বিক্রেতা সেখান থেকে ১০/১২ কেজি কিনে নেন।
জানা যায়, এই মাছগুলোর লিখিত কোন চালান তাদের কাছে ছিল না। কোস্টগার্ড সোর্স পরিচয়ে তারা কিছু মাছ পেয়ে এখানে বিক্রি করেন। মৎস্য ব্যবসায়ীদের প্রশ্ন, বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি অবৈধ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এমন অভিযোগে সেগুলো জব্দ করা হলেও সেই মাসের অংশবিশেষ কিভাবে ঘাটে এনে বিক্রি করা হয়।এতে চাঁদপুর মাছ ঘাটের বদনাম হচ্ছে।
এ ব্যাপারে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার জানান, কোস্টগার্ডের নাম ভাঙ্গিয়ে কোন চক্র এই ধরনের কাজ করতে পারে। এর সাথে কোস্টগার্ড সংশ্লিষ্ট কেউ কোনোভাবেই জড়িত নয়।