শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ২০:৪৮

চাঁদপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

চাঁদপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু
গোলাম মোস্তফা

চাঁদপুরে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে শাকিল (২২) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

জানাযায়, ষোলশহর প্রকল্পের আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চাঁদপুরের বিদ্যুৎ সংযোগ লাইনের মেরামত কাজ চলছে গত ২ বছর যাবত। এই চলমান কাজের শহরের পুরান বাজার দাসপাড়া এলাকায় ১৮ মার্চ শুক্রবার ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ করছিলো। কাজের শেষ ভাগে সন্দ্ব্যা ৬ টার দিকে কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক শাকিল (২২) টান্সমিটারে বিদ্যুৎ রয়েছে কি, না। তা চেকিং করতে গিয়ে শর্ট শার্কিটে ঘটনাস্থলে লুটিয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক সহকর্মীরা দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের ডিউটিরত চিকিৎসক জানান, মৃত শাকিলের মৃত্যু ঘটনাস্থলে হয়েছে। কারণ তাঁকে হাসপাতালে আনতে গিয়ে কিছু টা বিলম্ব হয়েছে বলে জানান সহকর্মীরা।

এদিকে জানা যায়, নিহত শাকিলের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকায়। মৃত্যুর খবর তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানা কে লিখিত ভাবে অবহিত করলে মডেল থানার এস আই ইকবাল হোসেন লাশের সুরাতাল শেষে লাশ থানা পুলিশের হেফাজতে নিয়ে আসে। পুলিশের এস আই ইকবাল হোসেন বলেন, পোস্ট মর্টেম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়