শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ১৮:০৩

ছিন্নমূল শিশুদের মাঝে পুনাকের শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ

ছিন্নমূল শিশুদের মাঝে পুনাকের শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ
হাছান খান মিসু

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস-২০২২ উপলক্ষে পুনাকের উদ্যেগে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার চাঁদপুর পুনাক কার্যালয়ে ছিন্নমূল শিশুদের শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে পুনাক সদস্য ও শিশুদেরকে নিয়ে কেক কেটে ও অর্ধশতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানর শুরু হয়।

“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্য বিষয়টিকে প্রাধান্য দিয়ে পুনাক সভানেত্রী চাঁদপুর জানান পুনাক চাঁদপুর সবসময় অসহায় নারী ও শিশুদের পাশে দাঁড়িয়েছে। বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা চেয়েছি ছিন্নমূল পর্যায়ের শিশুদের কাছে শিক্ষা সামগ্রী পৌঁছে দিতে। শিক্ষার আলো যদি ছিন্নমূল পর্যায়ের শিশুদের মাঝে না পৌঁছে তাহলে বাঙ্গালী জাতির স্বাধীনতার পিছনের মূলনায়ক বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা এই শিশুদের মাঝে বাস্তবিক রূপে ফুটে উঠবে না। একমাত্র সুশিক্ষাই পারে সকল শিশুর সমান অধিকার প্রতিষ্ঠা করতে। আসুন আমরা সবাই সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে নিজের অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করি। এই মনোভাব একদিন এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করবে।

এ সময় পুনাক চাঁদপুরের সহ সভানেত্রী পূজা দাশ রায়, সাধারণ সম্পাদিকা শাহীনা বেগম’সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়