শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ১৭:৫৮

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু'র জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু'র জন্মদিন উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ ১৭ই মার্চ চাঁদপুরের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শহরে বর্ণাঢ্য র‍্যালী ও চাঁদপুর স্টেডিয়ামে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়।

এ ছাড়া দোয়া ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। বেলা ১১ টার সময় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, সিভিল সার্জন ডাঃ সাহাদাৎ হোসেন, এনএসআই ডিডি শাহ আরমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বর্তমান সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার প্রমুখ।পরে জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকাল ৩ টা ৩০ মিনিটে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা,দোয়া, কেক কাটা অনুষ্ঠান হয়।

মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বক্তfরা বলেন,বাঙালির এক অপার আনন্দের দিন ১৭ই মার্চ। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি একজন মহামানব। জাতি হিসেবে আমরা তাঁর মতো নেতা পেয়ে সৌভাগ্যবান।’ তার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশে পেতাম না।

চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে দিন ব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়