শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ১২:২৩

জাতীয় শিশু দিবসে এতিমদের নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
জাতীয় শিশু দিবসে এতিমদের নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় চাঁদপুরের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিরাপদ খাদ্য ও পুষ্টি কর্মসূচি, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮ টায় চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড বঙ্গবন্ধু সড়কস্থ আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আরিফুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য বিষয়ে সবারই জানা দরকার। যে খাদ্যে আমার শরীরে শক্তি ও পুষ্টি বৃদ্ধি করে সে খাবার গ্রহণ করা মৌলিক দায়িত্ব। আরো বলেন, দুধ ডিম আদর্শ খাবার। এটা সব বয়সীদের জন্যই। আমরা দুধ, পানি, চা খেতে অনেকেই ওয়ান টাইম প্লাস্টিক গ্লাস ব্যবহার করি। এটা স্বাস্থ্যসম্মত নয়। কেননা প্লাস্টিকের কেমিক্যাল, তা তরল জাতীয় খাবারের সাথে একাকার হয়ে যায়। এই জন্য এটা পরিহার করা আমাদের সকলের দরকার।

আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এতিমখানা কমপ্লেক্সের সহ-সভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, ফরাজিকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ওয়ালিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের মিলাদ-কিয়াম পরিচালনা করেন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল বাশার। দোয়া মোনাজাত করেন আল আমিন মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু নোমান। এতিমখানা কমপ্লেক্সের নির্বাহী সদস্য আলহাজ্ব হাফেজ মোঃ শরীফ হোসেন কাজী, আল-আমিন মাদ্রাসার শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নমুনা সংগ্রহকারী মোহাম্মদ আবু তাহেরসহ আল-আমিন স্কুল, মাদ্রাসা ও এতিমখানার ছাত্রবৃন্দ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম দিবস উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়