শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ১৮:৫১

চাঁদপুরে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস

চাঁদপুরে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস
মিজানুর রহমান

নানা আয়োজনে চাঁদপুর জেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ই মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় র‍্যালী ও একটি বর্ণাঢ্য ট্রাক শো।

জেলা প্রশাসনের আয়োজনে ও ক্যাব,চাঁদপুর এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ব ভোক্তা দিবস অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য বিষয়- " ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নায্যতা।"

যথাযথভাবে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ক্যাব,চাঁদপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্ব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্যাব,চাঁদপুর সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ মোশারফ জেলা পরিসংখ্যান কর্মকর্তা নাইমা রহমান, চেম্বার পরিচালক গোপাল সাহা,ড্রাগ এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির খান প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ,বিভিন্ন বাজার কমিটির সভাপতিগণ,চাঁদপুর জেলা ক্যাবের সদস্যবৃন্দ,চেম্বার অব কমার্সের পরিচালক,হোটেল রেস্তোরাঁর মালিক সমিতির সভাপতি, ড্রাগ এসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি এবং বিভিন্ন মহলের সদস্যবৃন্দ। দিবসটি অধিক প্রচারের স্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক একটি বর্ণাঢ্য ট্রাক শো এর আয়োজন করা হয়।

বক্তাগণ ওষুধ, চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের ফিস, ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়া হয় আলোচনা সভায় ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়