প্রকাশ : ১১ মার্চ ২০২২, ১৯:১০
হাজীগঞ্জে দুই দিনব্যাপি পিঠা উৎসব
হাজীগঞ্জ বাজারের সান্ত্বনা সুপার মার্কেটে দুইদিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ২টায় এ পিঠা উৎসব শুরু হয়ে শনিবার রাত নয়টা পর্যন্ত চলবে। পিঠা উৎসব উদ্বোধন করেন,সাবেক পৌর মেয়র ও সান্ত্বনা সুপার মার্কেটের সত্ত্বাধীকারী আলহাজ্ব আব্দুল মান্নান খান।
|আরো খবর
সরেজমিন ঘুরে দেখা যায়, হাজীগঞ্জের ২৪জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। পিঠা উৎসবে ব্যাপক দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়। দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় উৎসব মুখোর হয়ে উঠে। পিঠা উৎসবে বাড়তি আনন্দ দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি।
পিঠা উৎসবে অংশগ্রহণ করা নারী উদ্যোক্তা ইসরাত জামান জানান,প্রত্যাশা অনুযায়ী বেচাবিক্রি ভালো। দর্শনার্থী ও ক্রেতারা আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। সান্ত্বনা সুপার মার্কেটের পরিচালক ডা: মাজহারুল ইসলাম রনি জানান,পিঠা ও নবান্ন উৎসব আমাদের থেকে প্রায় বিলপ্ত। তাই সংস্কৃতি কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আয়োজনটা এখানে করার উদ্যেশ্য, সান্ত্বনা মার্কেটটি পরিকল্পিত ভাবে অধুনিকভাবে নির্মিত। পিঠা উৎসবে এসে ক্রেতা ও দর্শনার্থীরা যেনো নির্বিঘ্নে উপভোগ করতে পারে।