প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ১৯:১০
কচুয়ার কড়ইয়া ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণ
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের গরিব-দুস্থ্যদের মাঝে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৩০ কেজি করে সর্বমোট ২শ ১৬জন অসহায় দুস্থ্যদের মাঝে এ চাউল বিতরণ করা হয়।
কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর ভিজিডির চাউল বিতরণকালে প্রত্যেক উপকারভোগীদের নিকট জানতে চান, ভিজিডি কর্মসূূচির চাউল পেতে তালিকাভূক্ত হওয়ার জন্য কাউকে কোন টাকা পয়সা দিয়েছে কিনা। এ কাজে উপকারভোগীদের কাছ থেকে অর্থ নেওয়াসহ বিভিন্নভাবে কেউ হয়রানী করলে তাকে সরাসরি জানানো জন্য অনুরোধ জানান। কেউ অনিয়মের প্রশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারী দেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউপি সচিব ফররুখ আহমেদ, সংরক্ষিত মহিলা সদস্য হাওয়া বেগম, তানিয়া সুলতানা, স্বদেশী রানী, ইউপি সদস্য আব্দুুল জলিল, আবুল হাশেম, মিন্টু মিয়া, সফিউল্লাহ, আব্দুুল হান্নান, মোজাম্মেল, মানিক মিয়া ও বশির উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডা. এনামুল হক মিন্টু, সাবেশ সভাপতি আলী আকবর শেট ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।