শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ২৩:০২

মতলবে হাতি দিয়ে চাঁদা আদায়ে ব্যবসায়ীরা অতিষ্ঠ

মতলবে হাতি দিয়ে চাঁদা আদায়ে ব্যবসায়ীরা অতিষ্ঠ
মাহবুব আলম লাভলু

চাঁদপুরের মতলব উত্তরের হাটবাজার গুলোতে এক সপ্তাহ ধরে হাতি দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। এ অভিযোগ তুলেছেন ভ’ক্তভোগিরা। হাতি দিয়ে চাঁদা আদায়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও পথচারীরা।

শুক্রবার(৪মার্চ) উপজেলার ছেংগারচর বাজারে প্রতি দোকানে দোকানে হাতিকে চাঁদা তুলতে দেখা যায়। ছেংগারচর বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘হাতির জ্বালায় আমরা অতিষ্ঠ। চাঁদা না দিলে নানাভাবে আমাদের বিরক্ত করছে। তাই ভয়ে চাঁদা দিচ্ছি।

বৃহস্পতিবার (৩রা মার্চ) ইসলামিয়া মার্কেট (নতুন) বাজারেরও হাতি দিয়ে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাল ব্যবসায়ী আজমত হোসেন বলেন, ‘শনিবার সকালে দোকান খুলি। এক টাকাও বেচাকেনা হয়নি। কিন্তু হাতি আসি হাজির। চাঁদার জন্য ভয় দেখাচ্ছে। জীবনের ভয়ে বাধ্য হয়ে ৫০ টাকা দিয়েছি।

হাতির মাহুত শাকিল হোসেন বলেন, ‘আমিতো চুরি করছি না। হাটবাজার, রাস্তাঘাটে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে হাতি দেখিয়ে খুশি করে হাতির খাবারের জন্য টাকা নিচ্ছি।

এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘হাতি দিয়ে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। এ রকম ঘটনা আমাকে কেউ জানায়নি। এখন জানলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়