শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩১

ফরিদগঞ্জে এডঃ আব্বাস উদ্দিনের মায়ের নামে পাঁচতলা মাদ্রাসা ভবনের কাজের উদ্বোধন

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জে এডঃ আব্বাস উদ্দিনের মায়ের নামে পাঁচতলা মাদ্রাসা ভবনের কাজের উদ্বোধন

ইসলামী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে এবং শিক্ষার মানকে আধুনিকতার ছোঁয়ায় পৌঁছে দিতে এবং ঘরে ঘরে আলোর দিশারী পৌঁছে দিতে পাঁচতলা মাদ্রাসা কমপ্লেক্স ভবনের কাজের শুভ উদ্বোধন করেছেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষানুরাগী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন।

গতকাল রবিবার সকালে ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী চতুরা এলাকায় এডভোকেট আব্বাস উদ্দিনের বাড়ির পাশে তার মা মরহুম ফুলমতের নেছার নামে ফুলমতের নেছা ফোরকানিয়া ইসলামী মাদ্রাসা কমপ্লেক্স নামে এ ভবনের উদ্বোধন করেন।

এ সময় তিনি এক প্রতিক্রিয়ায় বলেন তিনি শিক্ষাকে অনেক মূল্যায়ন করেন, শিক্ষা ছাড়া জাতি কখনো উন্নত হয় না, ছোটকাল থেকেই তিনি শিক্ষাকে খুব ভালোবাসেন। তিনি বলেন আমি যখন ঢাকা থেকে বাড়িতে আসি, তখনই আমি এলাকার কোনো না কোনো মাদ্রাসায় অথবা স্কুলে নয়তো কোন এতিমখানায় চলে যাই। এবং ছাত্রদের সাথে কুশল বিনিময় করি। সাধ্যমত তাদেরকে সহযোগিতা করে থাকি। আজকে যে মাদ্রাসা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলাম, সেখানে শুধু ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য নয়, এ কমপ্লেক্সে বয়স্কদের জন্য ও শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপি'র সভাপতি আমানত হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি'র সহ-সভাপতি মনির হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমূখ। মুনাজাত পরিচালনা করেন ছতুরা জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ হেদায়েতুল্লাহ।

উল্লেখ্য, এই দিন ফুলমতের নেছা ফোরকানিয়া ইসলামিয়া মাদ্রাসা কমপ্লেক্স ভবনের সম্পত্তির ওয়াফকো দলিল হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়