প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫০
মতলবে ২ মাদক ব্যবসায়ীসহ ৬ জন গ্রেফতার
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ ২মাদক ব্যবসায়ী ও সিআর গ্রেফতারী পরোয়না মূলে ০৪ জন আসামী গ্রেফতার করেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এক জনের কাছ থেকে প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।
মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদ এর নির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ২২(বাইশ) ইয়াবা ট্যাবলেট মাদক সহ ০১ জন আসামী গ্রেফতার।
এসআই সরোজ রতন আচার্য্য সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২২(বাইশ) ইয়াবা ট্যাবলেট মাদক সহ আমিনপুর আসামী মোঃ ইমরান হোসেন প্রকাশ জনি(২৪), পিতা-মোঃ জিয়া ফকির, মাতা-খাদিজা বেগম ,স্থায়ী: গ্রাম- আমিনপুর (ফকির বাড়ী)(০১ নং ওয়ার্ড, ফরাজীকান্দি ইউপি) , থানা- মতলব উত্তর, জেলা -চাঁদপুর কে অত্র থানাধীন ছেঙ্গারচর হইতে নতুন বাজার গামী পিচ সড়কের আমিনপুরস্থ মমতাজ বেগম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এসআই সরোজ রতন আচার্য্য সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস ৩.৭৪গ্রাম ও ৫৩ (তিপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেট মাদক সহ আসামী মোঃ রুবেল হোসেন মোল্লা(৩০), পিতা-মৃত মোক্তার হোসেন মোল্লা, মাতা-মৃত কোকিলা বেগম, সাং-হাজীপুর (মোল্লা বাড়ী), ০৫ নং ওয়ার্ড, ফরাজীকান্দি ইউপি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর কে অত্র থানাধীন মোহনপুর এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসআই আবু বকর ভূইয়া, এসআই মোঃ রমজান আলী ও এএসআই মোঃ সুমন মিয়া, এএসআই সেলিম মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সিআর-৩৫৪/২১ইং, (মতলব উত্তর), ধারা-৪০৬/ ৪২০ পেনাল কোড এর পরোয়ানা ভুক্ত আসামী ০১। মোক্তার হোসেন মিয়াজী, পিতা-মৃত সুরুজ মিয়াজী, সাং-ব্রাহ্মণচক, পোঃ নিশ্চিন্তপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এবং সিআর-৩৯/২০২২ইং, ধারা-৩২৩/ ৩০৭/৩৫৪ পেনাল কোডের পরোয়ানা ভুক্ত আসামী ০২। কবির সরকার, পিতা- মৃত নুরু মোহাম্মদ সরকার, ০৩। খালেদা আক্তার ঝর্না, স্বামী-কবির হোসেন সরকার, ০৪। সুরুজ সরকার ওরফে নসু সরকার, পিতা- মৃত নুরু মোহাম্মদ সরকার, সর্ব সাং-ফতুয়া কান্দি,থানা-মতলব উত্তর,জেলা-চাঁদপুরদের কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুশরণ করে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।