শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩১

উপচেপড়া ভিড়ে ফরিদগঞ্জে করোনা টিকা কার্যক্রম

এমরান হোসেন লিটন
উপচেপড়া ভিড়ে ফরিদগঞ্জে করোনা টিকা কার্যক্রম

সারাদেশ ব্যাপী ১ দিনে ১ কোটি ভ্যাক্সিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪৯টি কেন্দ্রে টিকা কার্যক্রম ভিড়ের মধ্যে সম্পন্ন হয়েছে । ২৬ ফেব্রুয়ারী স্বাস্থ্য অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর ঘোষিত টিকা কার্যক্রম উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সকল পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, স্কাউটস, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ সকলের আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে টিকা কার্যক্রম সম্পন্ন করে ।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার সবগুলো কেন্দ্রে ছাত্র, যুবক, মধ্য বয়সী এবং নারী-পুরুষ উপচেপড়া ভিড়ের মধ্যে করোনার টিকা গ্রহণ করেছেন। টিকা প্রদানকারী কেন্দ্রে দায়িত্বরত সেবক-সেবিকারা ভীড় সামলাতে হিমশিম খেতে দেখা গেছে।

৫নং গুপ্টি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান পাটোয়ারী বলেন, সারাদেশে শতভাগ টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর এ কার্যক্রম প্রশংসনীয়। গণটিকার মধ্যে আজকের এই টিকা কার্যক্রমের পরে হয়তো আর ঢালাওভাবে টিকা কার্যক্রম চলবে না। তাই মানুষের ভিড় একটু বেশি লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাঃ আশরাফ হোসেন চৌধুরী বলেন, আমরা আজকে ফরিদগঞ্জ উপজেলায় তিনটি মোবাইল টিমের মাধ্যমে টিকা কার্যক্রম তদারকি করছি। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী টিকা কার্যক্রম খুব সুন্দরভাবেই শেষ করেছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি জানান, উৎসবমুখর পরিবেশে সকলের অংশগ্রহনে উপজেলার টিকা কার্যক্রম আজকের মত সম্পন্ন করলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়